ডিজিটাল ডেস্ক : সেলুলয়েডের পর্দায় শুট আউটের দৃশ্য রীতিমতো বাহবা পায়। কিন্তু বাস্তবে শুট আউটের দৃশ্য যে আতঙ্ক ছড়ায়, তা প্রমাণ হল ব্যারাকপুরে (Barrackpore)। ব্যারাকপুর বারাসাত রোডের ওপর বিখ্যাত বিরিয়ানি দোকানের সামনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। একজন ক্রেতা এবং একজন দোকানের কর্মী আহত হন। সূত্রের খবর, হেলমেট পরে তিন যুবক বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একজনের বুকে ও আরেকজনের হাতে গুলি লাগে। আহতদের প্রথমে বিএন বোস হাসপাতালে ভর্তি করা হয়। পরে যার বুকে গুলি লেগেছে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুষ্কৃতীরা ব্যারাকপুরের দিক থেকে এসে গুলি চালিয়ে আবার সেদিকেই পালিয়ে যায়। পুলিশি তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের ডাক এবার তৃণমূল বিধায়ককে