কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত বারুইপুরের (Baruipur) নবগ্রাম এলাকা। মেলা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ২ যুবকের। জানা গিয়েছে, মৃতরা হল সাজ্জাত মণ্ডল ও শারফুদ্দিন লস্কর। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
গতকাল একসঙ্গে মেলায় গিয়েছিলেন সাজ্জাত ও শারফুদ্দিন। রাতে পরিবারের কাছে খবর আসে, তাঁরা গুলিবিদ্ধ হয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎকরা সাজ্জাতকে মৃত বলে ঘোষণা করেন। শারফুদ্দিনকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে। শারফুদ্দিন হাসপাতালে জানিয়েছে, গুলির নেপথ্যে বলাই নামে একজন যুক্ত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শারফুদ্দিনেরও। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থমথমে রয়েছে এলাকা। তবে কী কারণে তাঁদের খুন করা হল? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : পর্যটন বিকাশে আকাশপথে জুড়তে চলেছে পাহাড়