শীতলকুচি: এক ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজারে। জানা গিয়েছে, গতকাল রাতে ব্যবসায়ী প্রণয় দেবনাথ তাঁর গালামাল দোকান বন্ধ করছিলেন। সেইসময় একটি বাইকে তিন দুষ্কৃতী আসে। ব্যবসায়ীর কাছ থেকে টাকা চায় দুষ্কৃতীরা। টাকা না দিলে গুলি করে পালিয়ে যায় তারা। পরবর্তীতে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে প্রতিবেশিরা উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ব্যবসায়ীকে কোচবিহার এমজেএন হাসপাতালে রেফার করে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছোয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজবংশীদের ঘর পাইয়ে দেওয়ার নামে দেদার লুট, কাঠগড়ায় তৃণমূল নেতা