ডিজিটাল ডেস্ক : আবারও শুট আউটের ঘটনা রাজ্যে। জানা গেছে, গতকাল রাতের অন্ধকারে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে প্রকাশ্যে চললো গুলি। ঘটনাটি ঘটেছে খড়্গপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাত দশটা নাগাদ এলাকায় স্কুটিতে চেপে মুখ ঢেকে আসে তিনজন দুষ্কৃতি। এবং এলাকার বাসিন্দা ভেঙ্কট রাও নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কট রাও। তাঁকে তড়িঘড়ি খড়গপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেন নি। জানা যাচ্ছে, ভেঙ্কট রাও এলাকার এক তৃণমূল কর্মী। তবে পরিবারের দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন করা হয়েছে তাঁকে। খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় বিশাল পুলিশবাহিনী এসে উপস্থিত হয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের কাউকেই এখনো পর্যন্ত ধরা যায়নি। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন : শাপুরজি পলোনজি গ্রুপের কর্ণধার পলোনজি মিস্ত্রির দেহাবসান