ডিজিটাল ডেস্ক : বনগাঁ দক্ষিণের তৃণমূল বিধায়ক আলোরানি সরকারকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোরানি সরকারের নাম যেহেতু বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে, তাই তিনি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। এই অবস্থায় জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আর তাই নিয়ে এবার তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সংবিধানের ২৯ এ ধারার ৫ নম্বর ধারা অনুসারে জনপ্রতিনিধিত্ব আইন বিধি লংঘন করেছে তৃণমূল। বিদেশি নাগরিককে নির্বাচিত করার চেষ্টা করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই পরিপ্রেক্ষিতে দাবি করেছেন, তৃণমূলের রেজিস্ট্রেশন বাতিল করার। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
বিজেপির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন সিং, উঠে এল মহারাষ্ট্র ইস্যু
ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে শিবসেনার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে।...
Read more