ডিজিটাল ডেস্ক : নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে গতকাল থেকে হাওড়া জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল চলেছে ১১ ঘণ্টার বিক্ষোভ, পথ অবরোধ। আজকে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় অশান্তি চরমে উঠেছে। এই অবস্থায় এবার প্রশাসনের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। কার্যত আইন শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন। প্রসঙ্গত শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ রাজ্যের প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। প্রতিবাদের নামে বিভিন্ন জায়গায় চলছে বিশৃঙ্খলা। একই সাথে বিজেপি পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সরব হন বিরোধী দলনেতা। এই অবস্থায় জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরকে। প্রশাসনের তরফ থেকে অবশ্য এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা অবশ্যই দেখার।
বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার রায়গঞ্জে
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সবক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ভারতীয় জনতা যুব মোর্চার প্রতিবাদ আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল। শুক্রবার প্রতিবাদ মিছিল আটকে দেয়...
Read more