ডিজিটাল ডেস্ক : আজকে হলদিয়া থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) কড়া আক্রমণ করেছেন বিজেপিকে। পাশাপাশি নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষ করে গিয়েছেন। কার্যত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতাকে আক্রমণ করে বলেন, ইডি এবং সিবিআই থেকে বাঁচতে পূর্ব মেদিনীপুরের আবেগকে বিক্রি করে দেওয়া হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা একহাত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কার্যত তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন কথার উত্তর দিতে অস্বীকার করেন। শুধুমাত্র বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই পরিচয় তিনি ‘ভাইপো’। একই সাথে তিনি কয়লা পাচারের টাকা কার অ্যাকাউন্টে ঢুকত বলে প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলদিয়া সফরের পর তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতোর যে ব্যাপক মাত্রায় বাড়বে, সে ব্যাপারে নিঃসন্দে থাকা যায়।
নজরে যুবরাজ! আজ মধ্যরাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ অভিষেকের
কলকাতা: সর্বভারতীয় রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আরও একধাপ এগিয়ে দিল তৃণমূল। সোমবার ৭৫তম স্বাধীনতা দিবসের ঠিক আগে রবিবার মধ্যরাতে...
Read more