উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মা-বাবা হলেন শ্বেতা আগরওয়াল ও আদিত্য নারায়ণ। ঘরে লক্ষ্মী আসায় খুশি নারায়ণ পরিবার। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্বেতা। অনুরাগীদের সেই খবর থেকে বঞ্চিত রাখেননি আদিত্য। মাতৃত্বের শুরু থেকে সবকিছুই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তারকা দম্পতি।
এক সংবাদমাধ্যমকে আদিত্য জানিয়েছেন, সবাই ছেলে হবে বললেও তাঁর ইচ্ছে ছিল মেয়ের। কারণ মেয়েরা বাবার খুব কাছের হয়। লক্ষ্মী আসায় খুশি উদিত নারায়ণ সহ তাঁর পরিবারের সকলে। প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বরে বিয়ে করেন শ্বেতা ও আদিত্য। এরপর বছর ঘুরতেই বেবি বাম্পের ছবি দেন শ্বেতা। এবার সুখবর দিল নারায়ণ পরিবার।