পাটনা: বেআইনি মদ বিক্রেতাকে গ্রেপ্তার করতে গিয়ে মৃত্যু হল এক পুলিশ আধিকারিকের। ঘটনা বিহারের সীতামারী জেলার কুনওয়ারি গ্রামের। মৃত পুলিশ আধিকারিকের নাম দীনেশ রাম।
"Sub-inspector Dinesh Ram and Chowkidar Lal Babu sustained injuries in the firing. The sub-inspector died on way to a hospital, while Chowkidar Lal Babu is undergoing treatment," says PN Sahu, DSP (Headquarters), Bihar. (2/2)
— ANI (@ANI) February 24, 2021
পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে খবর ছিল বিহারে বেশকিছু বেআইনি মদ কারবারীরা ব্যবসা চালাচ্ছে। বুধবার তাদের ধরতেই অভিযান চালায় পুলিশ। কিন্তু অভিযুক্তের বাড়িতে ঢুকতেই দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে পুলিশের ওপর। সেখানেই সাব-ইন্সপেক্টর দীনেশ রাম এবং চৌকিদার লাল বাবু গুরুতরভাবে জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় তাঁর। চৌকিদার লাল বাবু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে বিহার প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।