উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসুস্থ টলিউড অভিনেতা ঋদ্ধি সেন। তাঁর কিডনিতে পাথর ধরা পড়েছে। চিকিৎসকের তরফে অস্ত্রোপচারের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবারই অস্ত্রোপচার করতে হবে ঋদ্ধির।
ঋদ্ধির বাবা তথা টলিউড অভিনেতা কৌশিক সেন জানান, পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় ঋদ্ধির। শনিবারই টেস্ট করা হয়। তারপরই করে কিডনির পাথরের কথা জানা যায়। দেরি না করে সোমবারই অস্ত্রোপচার করতে হবে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুসারে চলছেন ঋদ্ধি।