ডিজিটাল ডেস্ক : বিশেষজ্ঞদের মতে, জাতীয় রাজনীতিতে কংগ্রেস একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে। দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একেবারে পেছনের সারিতে পৌঁছে গিয়েছে। চব্বিশে আসছে লোকসভা নির্বাচন। তাই ঘুরে দাঁড়াতে এবার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে কংগ্রেস। জানা গিয়েছে, এবার দলের যুবসমাজকে সামনে আনতে উঠে পড়ে লেগেছে কংগ্রেস নেতৃত্ব। বরাবরই কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে পরিবারতন্ত্রের। আর সেই অভিযোগ মেটাতে এবার কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেক পরিবারের একজনকেই টিকিট দেওয়া হবে। শুক্রবার কংগ্রেসের চিন্তন শিবিরে দলের অন্যতম সাধারণ সম্পাদক অজয় মাকেন জানিয়েছেন, দলের প্রায় প্রত্যেকেই এক পরিবার এক টিকিট নীতিতে একমত হয়েছেন। তবে এই নীতি গান্ধী পরিবারের জন্য থাকছে না বলে জানা গিয়েছে। পাশাপাশি কংগ্রেসের নতুন নিয়ম, দলে কোন পদাধিকারী ৫ বছরের বেশি থাকতে পারবেন না কোন পদে। এবং তাৎপর্যপূর্ণভাবে দলের সব কমিটিতে অন্তত ৫০% এর বয়স পঞ্চাশের নিচে রাখার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, কংগ্রেস একগুচ্ছ নীতি গ্রহণ করলেও এই নীতি বাস্তবায়িত করতে গেলে যথারীতি চাপের মুখে পড়তে হবে দলকে।
লোকসভা ভোটের কথা ভেবেই কি কংগ্রেসের গুরুত্ব আঞ্চলিক দলগুলিকে?
ডিজিটাল ডেস্ক : ২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্ব একাধিক পদক্ষেপ নিতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর,...
Read more