ডিজিটাল ডেস্ক : প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যার ঘটনায় দেশজুড়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতিমধ্যেই হাজির হয়েছিল প্রয়াগরাজে। আর এবার তৃণমূল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জাতীয় মানবাধিকার কমিশনে প্রয়াগরাজের ঘটনার বিরুদ্ধে নালিশ জানিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছে। প্রসঙ্গত, বরাবরই এরকম ঘটনা দেখা যেত এই রাজ্যে। এবার তৃণমূল বিজেপির বিরুদ্ধে অন্য রাজ্যে পাল্টা চাপ তৈরির জন্যই এহেন পদক্ষেপ নিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কার্যত জাতীয় মানবাধিকার কমিশন এই পরিস্থিতিতে কি পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই থাকছে নজর।
আরও পড়ুন : গোয়ায় তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন, দল ছাড়লেন কিরণ কান্দলকর