দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ : সারা মাস কাজ করে মেলে ৭৩৩৬ টাকা। এক কথায় বলা যায় নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা। কিন্ত নিজের পরিবারের কথা চিন্তা না করে, সামান্য বেতনের পুরো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন উত্তর দিনাজপুর জেলা সর্বশিক্ষা অভিযান কর্মসূচীর কর্মী সুনন্দ পোদ্দার।
তিনি রায়গঞ্জ ব্লকের পূর্ব সার্কেলের একজন শিক্ষাবন্ধু। তাঁর এই মানবিক উদ্যোগে দপ্তরের কর্মীরা তো বটেই, হতবাক শিক্ষক ও শিক্ষিকারাও। জেলা প্রশাসনের তরফেও তাঁকে কুর্নিশ জানানো হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য বারবার আবেদন করছেন। সেই আবেদনে উদ্বুদ্ধ হয়েই মার্চ মাসের বেতনের পুরো টাকা ত্রাণ তহবিলে দান করলেন সুনন্দবাবু। সুনন্দবাবুর এই ধরনের মানবিক উদ্যোগকে সাধারণ মানুষও কুর্নিশ জানিয়েছে।
রায়গঞ্জ সদর সার্কেলের শিক্ষাবন্ধু সজীব গোস্বামী বলেন, ‘মানুষ যখন নিজের ভোগবিলাসে ব্যস্ত, সেইসময় নিজের এবং নিজের পরিবারের কথা না ভেবে বেতনের পুরো টাকা দান করে দেওয়া একটা বড় মানবিক দৃষ্টান্ত। আগামীদিনে অনেককেই পথ দেখালেন তিনি।’
সুনন্দ পোদ্দার বলেন, ‘সর্বশিক্ষা অভিযান কর্মসূচির অধীনে শিক্ষাবন্ধু হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। মাস গেলে কেটেকুটে হাতে পাই ৭৩৩৬ টাকা। বৃহস্পতিবার পুরো টাকাটাই জেলাশাসকের দপ্তরে গিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছি। মুখ্যমন্ত্রী এই ভাইরাসের সংক্রমণ রুখতে দিনরাত এক করে পরিশ্রম করে চলেছেন। সেই আবেদনে উদ্বুদ্ধ হয়েই এই উদ্যোগ নিলাম।’