উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফলাফল নিয়ে ধোঁয়াশা জিইয়েই ফের ভোটে শিলিগুড়ি। উত্তরবঙ্গের এই পুরনিগম গোটা রাজ্যেই ব্যতিক্রম। রাজ্যের কার্যত সব পুরসভা ও পুরনিগমে যেখানে তৃণমূলেরই জয়জয়কার, এমনকী বিরোধীদের নামমাত্র শক্তিও নেই, সেখানে শিলিগুড়ি পুরনিগম অধরাই থেকেছে রাজ্যের শাসকদলের। রাজ্যে ক্ষমতায় আসার পর এক দশকেরও বেশি সময় কেটে গেলেও শিলিগুড়িকে দখলে আনতে পারেনি তৃণমূল। এবারও রাজ্যের অন্য তিন পুরনিগমে ফল নিয়ে তৃণমূল শিবিরে নিশ্চয়তা থাকলেও শিলিগুড়ি সম্পর্কে দোলাচল রয়েছে শাসক শিবিরে। গত বিধানসভা ভোটের ফলের নিরিখে এই পুরনিগমে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু সকলেই জানেন পুরনির্বাচন ও বিধানসভা ভোটের অঙ্ক আলাদা। বিধানসভায় বামেরা দাগ না কাটতে পারলেও পুরভোটে শিলিগুড়িতে অবশ্যই তাঁরা ফ্যাক্টর। তাই জোরদার ত্রিমুখী লড়াই হিমালয় সংলগ্ন বাংলার এই পুরনিগমে। এদিন সকাল থেকে কড়া শীতের কামড়ের মধ্যেই শুরু হয়েছে ভোট গ্রহণ। লড়াইয়ে রয়েছেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের গৌতম দেব ও সিপিএমের অশোক ভট্টাচার্য। লড়ছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষও। তাই সব মিলিয়ে জোরদার লড়াইয়ের ময়দানে রয়েছে সব পক্ষই।
আরও পড়ুনঃ ৯ মাস ধরে দুই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত গৃহশিক্ষক