উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার থেকে শুরু হল শিলিগুড়ি-কাঠমান্ডু বাস পরিষেবা। এদিন শিলিগুড়িতে (Siliguri) বাস পরিষেবার (Bus Service) উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বাসটি সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার এই তিনদিন শিলিগুড়ির তেনজিং নোড়গে বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। বাকি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কাঠমান্ডু থেকে ছাড়বে বাস। শিলিগুড়ি থেকে বিকেল ৩টায় রওনা হয়ে পরের দিন সকাল ৭টায় কাঠমান্ডু পৌঁছোবে বাসটি। কাঠমান্ডুর সঙ্গে বাস পরিষেবা শুরু হওয়ায় পর্যটনের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা৷
জানা গিয়েছে, চা ও রাতের খাবারের জন্য বাস নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে। বাসে মোট আসন সংখ্যা ৪১। বাসে যাতায়াতের জন্য ভারতীয় যাত্রীদের আধার কার্ড এবং প্যান কার্ড রাখা আবশ্যক। নেপালের নাগরিকদের ক্ষেত্রেও সে দেশের সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। শুধুমাত্র বিদেশিদের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা রাখা আবশ্যিক। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, আগামী দিনে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা শুরু হবে।
আরও পড়ুন : চা বাগানে বেতন বৃদ্ধি নিয়ে শ্রমমন্ত্রীর বৈঠক