শালবাড়ি: উত্তরবঙ্গ সংবাদে খবর প্রকাশিত হওয়ার পরই নড়ে চড়ে বসলো প্রশাসন। ঝুলন্ত সেতুটি দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন শিলিগুড়ি (Siliguri) মহকুমা পরিষদের সভাধিপতি আরুণ ঘোষ। গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে সম্প্রতি বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পরও প্রশাসনের হুঁশ যে ফেরেনি শিলিগুড়ি লাগোয়া পাথরঘাটা গ্রামপঞ্চায়েতের এই সেতুটি তার জ্বলন্ত উদাহরণ।
দীর্ঘ ৫ বছর থেকে শিলিগুড়ির শালবাড়ি বাজার লাগোয়া একটি ঝুলন্ত সেতুটি সংস্কারের অভাবে ধুঁকছে। সেতু দিয়ে শুধু পথচারীদের যাতায়াত করার কথা থাকলেও টোটো সহ অতিরিক্ত পণ্যবাহী গাড়িও চলাচল করছে এছাড়া সেতুর একাংশ থেকে সরে গিয়েছে লোহার পাত। ইতিমধ্যে বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে। সেতু থেকে পড়ে আহতও হয়েছেন অনেকে, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। তাদের মতে যেকোনও মুহূর্তে সেতুটি ভেঙে পড়তে পারে। এই খবরটি প্রকাশিত হতেই রবিবার ঝুলন্ত সেতুর পরিস্থিতি খতিয়ে দেখেন অরুণ ঘোষ সহ মহকুমা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা বিশ্বাস এবং জ্যোতি তিরকি। এদিন সভাধিপতি জানান, স্থানীয়দের নিশ্চিন্তে থাকতে খুব শীঘ্রই এই সেতু মেরামতের কাজ হবে এবং পাশে নতুন আরেকটি সেতু নির্মাণ করা হবে।
আরও পড়ুন : উত্তরের আট লোকসভায় জিততে মরিয়া বিজেপি, বনশালের উপস্থিতিতে শুরু বৈঠক