শিলিগুড়ি: ‘সাপ, গোখরো আসুক না কেন, বাংলার মায়েরা কার্বলিক অ্যাসিড তৈরি করে রেখেছেন।’ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) এভাবেই কটাক্ষ করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh)। প্রসঙ্গত, সিনেমা হোক বা রাজনৈতিক জীবন, তাঁর মুখে সবসময়ই ‘জাত গোখরো’র সংলাপ শোনা গিয়েছে। একসময় বিজেপির ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নিজের সিনেমার কিছু জনপ্রিয় সংলাপ মহাগুরু বলেছিলেন, ‘আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’ সেই প্রসঙ্গ তুলেই এদিন মঞ্চ থেকে মিঠুনকে বিঁধলেন সায়নী।
শনিবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কে এক সমাবেশে এসে সায়নী বলেন, ‘এই পশ্চিমবঙ্গের মাটিতে যতই সাপ, গোখরো আসুক না কেন, বাংলার মায়েরা ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি করে রেখেছেন।’ তিনি আর বলেন, ‘অভিনেতা হিসেবে মিঠুন দা’কে আমি সম্মান করি। কিন্তু মিঠুন দা’র রাজনৈতিক শিরদাঁড়ার নমনীয়তা দেখলে তাজ্জব হয়ে যাই। যখন যে, তখন সে। জ্যোতিবাবু ছিলেন কাকা, মমতা দি ছোট বোন, আর এখন মোদি হলেন বাবা।’ এদিন রীতিমতো বাংলাভাগের বিরুদ্ধেও সুর তোলেন সায়নী। বক্তৃতার সময় গানের সুরেও বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন: North Bengal News | উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের জন্য ৪ এমিরেটাস অধ্যাপক