রাহুল মজুমদার, শিলিগুড়ি: টানা বৃষ্টি চলছে শিলিগুড়িতে। বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকায়।
বৃষ্টির জেরে শহরের হায়দরপাড়া, হাকিমপাড়া, অশোকনগর, শক্তিগড়, ৪৬ নম্বর ওয়ার্ডের একাংশ, গঙ্গানগর, সন্তোষিনগর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি চলছে শিলিগুড়িতে। নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। উত্তরপ্রদেশ ও বিহার সংলগ্ন এলাকায় নিম্নচাপ এবং সঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। যার জেরে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা আগেই আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছিল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও অতিভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে। প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জায়গায়ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।