উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি মহিলা দলে জায়গা পেয়েছেন শিলিগুড়ির (Siliguri) রিচা ঘোষ। ২০২২ সালের যে সেরা একাদশ বেছে নিয়েছে আইসিসি। রিচার পাশাপাশি তালিকায় রয়েছেন আরও তিন ভারতীয়। তবে এই তালিকায় ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়ার খেলোয়ারের সংখ্যা। তালিকায় রয়েছে তিন অজি খেলোয়াড়। রিচা ঘোষ ছাড়াও আইসিসির বর্ষসেরার তালিকায় ভারতের যারা রয়েছেন তাঁরা হলেন, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা ও রেণুকা সিং। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার থেকেও ভারতের বেশি খেলোয়াড় সেই দলে সুযোগ পেয়েছেন। সেরা একাদশে তিন অজি খেলোয়াড় আছেন।
আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি মহিলা দলে জায়গা পেয়েছেন শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা রিচা ঘোষ। ভারতের অন্যতম মারকুটে ব্যাটার হয়ে উঠেছেন রিচা। ২০২২ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর স্ট্রাইক রেট ১৫০-র উপরে ছিল। ১৮ টি ম্যাচে ২৫৯ রান করেছিলেন রিচা। হাঁকিয়েছিলেন ১৩ টি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রেবোর্ন স্টেডিয়ামে ১৯ বলে অপরাজিত ৪০ রান করেছিলেন। ফলে আইসিসির বর্ষসেরা একাদশে জায়গা করে নিতে সমস্যা হয়নি রিচার।
২০২২ সালে বর্ষসেরা টি-টোয়েন্টি দল
১) স্মৃতি মন্ধানা (ভারত)
২) বেথ মুনি (অস্ট্রেলিয়া)
৩) সোফি ডেভাইন (নিউজিল্যান্ড) (অধিনায়ক)
৪) অ্যাশ গার্ডনার (অস্ট্রেলিয়া)
৫) তাহিলা ম্যাকগ্রাথ (অস্ট্রেলিয়া)
৬) নিদা দার (পাকিস্তান)
৭) দীপ্তি শর্মা (ভারত)
৮) রিচা ঘোষ (ভারত) (উইকেটকিপার)
৯) সোফি এক্সলেস্টন (ইংল্যান্ড)
১০) ইনোকা রানাভীরা (শ্রীলঙ্কা)
১১) রেণুকা সিং (ভারত)।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ