উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সাধারণ সম্পাদকের সঙ্গে নামের মিল বলিউড অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একজন তৃণমূল সাংসদ। অন্যজন বলিউড অভিনেতা। দু’জনের মধ্যে শুধু ওইটুকুই মিল। তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাইপোর নামের সঙ্গে মিল থাকায় বিড়ম্বনায় পড়েছেন অভিনেতা অভিষেক।
অভিষেক জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ভেবে অনেকেই বিভিন্ন রাজনৈতিক টুইটে তাঁকে ট্যাগ করে দেন। এটা এখন তাঁর কাছে রোজকার ঘটনা। বলিউডে তিনি একা নন, আরও এক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অনুষ্কা শর্মার ‘পরী’ ছবির চিত্রনাট্যকারও অভিষেক। তাঁর সঙ্গেও মাঝেমধ্যে লোকে ভুল করেন। অনেকে ভাবেন, তিনি তাঁদের সঙ্গে কাজ না করতে চেয়ে পরিচয় লুকোন। ‘স্ত্রী’, ‘পাতাললোক’ সিরিজ়ে হাতোড়া ত্যাগীর চরিত্রে অভিষেক দর্শকের মন জিতেছেন। সম্প্রতি ‘ভেড়িয়া’ ছবিতে কাজ করেছেন তিনি। এই ছবিতেও তাঁর অভিনয় বেশ প্রশংসনীয়। ছবির পরিচালক অমর কৌশিককে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক।