উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত গায়ক কেকে-র উদ্দেশ্যে গান গাইলেন তাঁর ছেলে ও মেয়ে। কেকে-র (KK) গাওয়া ‘ইয়ারো’ গানটা তাঁর স্মৃতির উদ্দেশ্যে গাইলেন ছেলে নকুল ও মেয়ে তামান্না। কেকে-র মেয়ে তামান্না কৃষ্ণা ইনস্টাগ্রামে তাঁদের গানের ভিডিওটি আপলোড করেন। ‘ফ্রেন্ডশিপ ডে’ আসার আগেই এই গানটি প্রয়াত গায়ককে উৎসর্গ করেন তাঁর পুত্র-কন্যা। তাঁদের সহযোগিতা করেছেন শান, পাপন, বেন্নি দয়াল, ধ্বানি ভানুসালি, লেসলি লুইসদের মতো বিখ্যাত সংগীতশিল্পীরা।
View this post on Instagram
প্রসঙ্গত, ৩১ মে গোটা সংগীত জগতকে স্তব্ধ করে দিয়ে চলে গিয়েছিলেন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। কলকাতায় একটি লাইভ শো করতে এসে গায়কের শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী। তাঁর অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে বলিউড, টলিউড সহ সমস্ত বিনোদন জগত। এদিন কেকের স্মৃতিতেই গান গাইলেন তাঁর সন্তানরা।
আরও পড়ুনঃ Severe Burn Of Anne Heche | দুর্ঘটনার কবলে মার্কিন তারকা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে