হরিশ্চন্দ্রপুর: দাদা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে নিযুক্ত। বাড়িতে বৌদি একাই থাকেন। এই সুযোগে বৌদিকে অপহরণ করে বিহারে পাচার করার অভিযোগ উঠল দেওরদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর এলাকায়। বর্তমানে অভিযুক্তরা পলাতক। অপহৃত ওই গৃহবধূর নাম রিনা বিবি(২৭)। ওই মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটোল চন্ডিপুর এলাকার রিনা বিবির বিয়ে হয় দৌলতপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। স্ত্রী রিনা বিবি বাড়িতে একা থাকত। মাঝেমাঝেই জাহাঙ্গীরের ভাইরা রিনা বিবিকে উত্যক্ত করত। কু-প্রস্তাব দিত বলে অভিযোগ। গত সোমবার থেকে হঠাৎই রিনা বিবি নিখোঁজ হয়ে যায়। গৃহবধূর মা জানান, তাঁর মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করা হয়েছে। এই কাজে মদত জুগিয়েছে জাহাঙ্গীরের ভাই সাহিল, আবুয়া, মাসেদ। অভিযুক্তরা রিনাকে খুন করতে পারে বলে আশঙ্কা তাঁর মায়ের। ঘটনায় ইতিমধ্যে জাহাঙ্গীরের ভাই সহ আরও কয়েক জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।