উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মণিপুরে ঘটে যাওয়া ভয়ঙ্কর ধসে প্রাণ হারিয়েছেন দার্জিলিংয়ের (Darjeeling) রঙবুল গোর্খা বস্তির বাসিন্দা ৪২ বছরের সীতারাম রাই। সেখানে ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মিতে কর্মরত ছিলেন তিনি। উদ্ধারকারী দল শুক্রবার তাঁর দেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় পরিবারকে। সীতারামের মৃত্যুর খবর পৌঁছোতেই পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে শেষ বাড়িতে এসেছিলেন তিনি। সেপ্টেম্বরে আবারও আসার কথা ছিল তাঁর। এদিন সীতারামের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে উপস্থিত হন সদ্য নির্বাচিত জিটিএ সভাসদ রাজেশ চৌহান। পরিবারকে সান্ত্বনা জানান তিনি। সীতারামের ভাই বিকাশ রাই জানান, কাল বা পরশু দেহ নিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: Siliguri | নিষিদ্ধ প্লাস্টিক, নির্দেশিকা কার্যকর হতেই শিলিগুড়িতে অভিযান পুরনিগমের