সিতাই: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হল অন্নপ্রাশন। কোচবিহারের সিতাই ব্লকের ঘটনা। শুক্রবার ব্লকের দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছয় শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠান করা হয়।
জানা গিয়েছে, ব্লকের পেটলা-আদাবাড়ি, হোকোদহ আদাবাড়ি, সিতাই সহ বিভিন্ন গ্রামের ছয় শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠান আদাবাড়ি ও সিতাই ১ গ্রাম পঞ্চায়েতের ১৬৫ ও ১৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারভাইজার অনিতা রায়, কৃষ্ণা রায় সরকার, হাসনা খাতুন সহ কর্মী ও অভিভাবকরা। সুপারভাইজার অনিতা রায় জানান, গ্রামের দুঃস্থ পরিবারের কাছে এই অনুষ্ঠান বাড়তি পাওনা। সিতাই ব্লকের সিডিপিও লোকনাথ দে জানান, করোনা পরিস্থিতির জেরে গত দু’বছর এধরনের অনুষ্ঠান অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বন্ধ ছিল। এদিন ফের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ কুর্তি নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব এলাকাবাসী