হবিবপুর: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী (India-Bangladesh) গ্রামে একটি বিলের ধারে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ঘটনাটি ঘটে হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের বুড়িতলা গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চাতরা বিল সংলগ্ন এলাকায়।
কঙ্কালটি বেশ কয়েকদিন আগে নিখোঁজ হওয়া পরিতোষ মণ্ডলের(৪৫) বলে দাবি ওই ব্যক্তির পরিজনদের। বুড়িতলা গ্রামের বাসিন্দা সুমিত্রা মণ্ডল জানান, পরিতোষ মণ্ডল তাঁর স্বামী ছিলেন। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে কিছুদিনের জন্য মেয়ের শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। ফিরে এসে স্বামীকে দেখতে পাননি। কেউ খোঁজও দিতে পারেননি তাঁর। স্বামীকে খুন করা হয়েছে বলেও মনে করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কঙ্কালটি কার তা জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন : বেহাল রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভে বাসিন্দারা