ডিজিটাল ডেস্ক : স্মল ক্যাপ ফাণ্ড হল এক ধরণের ইক্যুইটি ফান্ড যা প্রধানত সব মার্কেট সেক্টরের কোম্পানিতে বিনিয়োগ করে এবং মূলধন থাকে ১০ কোটি থেকে ৫০০ কোটি টাকার মধ্যে। স্মল ক্যাপ ফাণ্ড বেশিরভাগ কোম্পানির ইক্যুইটি এবং ইক্যুইটি-সংযুক্ত সিকিউরিটি দ্বারা গঠিত হয় |
যেহেতু এই কোম্পানিগুলির আকার তুলনামূলকভাবে ছোট তাই তাদের বৃদ্ধির উচ্চ সম্ভাবনা থাকে। স্মল ক্যাপ সংস্থাগুলির মিড-ক্যাপ এবং লার্জ-ক্যাপ তহবিলের তুলনায় অনেক বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে এগুলির ঝুঁকিও থাকে বেশি।
পাঁচটি উল্লেখযোগ্য স্মল ক্যাপ ফাণ্ড হলো :
মিউচুয়াল ফান্ড মিনিমাম ইনভেস্টমেন্ট
১) BOI AXA SMALL CAP FUND ₹৫০০০
২) Quant Small Cap FUND ₹৫০০০
৩) Axis Small Cap FUND ₹৫০০০
৪) Tata Small Cap FUND ₹৫০০০
৫) Union Small Cap FUND ₹৫০০০