ডিজিটাল ডেস্ক : কিছুদিন আগে কালীঘাটে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতেই অজ্ঞাত পরিচয়ের প্রবেশ ঘটেছিল। আর তারপরেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যজুড়ে। প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা যেমন বাড়ানো হয়েছে, তেমনি এবার নবান্নের নিরাপত্তাও বাড়ানো হতে চলেছে। জানা গিয়েছে এবার নবান্নে বসতে চলেছে অত্যাধুনিক স্মার্ট গেট। স্মার্ট গেট পেরিয়ে ভেতরে ঢোকার জন্য লাগবে নির্দিষ্ট পরিচয় পত্র। সেই পরিচয় পত্র দেখালে তবে মিলবে প্রবেশের অনুমতি। পাশাপাশি সমস্ত সিসিটিভি ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই নবান্নে যাতে নিরাপত্তায় কোনরকম খামতি না থাকে, সে ব্যাপারে কড়া নজর রাখা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তায় ফাঁক ধরা পড়ার পরেই কড়াকড়ি শুরু হয়েছে। এবার নবান্নতেও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।