ডিজিটাল ডেস্ক: শুধু হাতে স্মার্টফোনে থাকলেই হবে, চোখের চশমাটাও তো স্মার্ট হতে হবে নাকি? নয়েজ মঙ্গলবার ভারতে তার প্রথম সেট স্মার্ট চশমা লঞ্চ করেছে। Noise i1 স্মার্ট চশমা টাচ কন্ট্রোলের সাথে আসে সিরি এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সহ। ব্যবহারকারীরা পাবেন হ্যান্ডস-ফ্রি ভয়েস অ্যাসিস্ট্যান্ট। স্মার্ট চশমাটিতে কল করার জন্য একটি ১৬.২ মিমি স্পিকার ড্রাইভার এবং MEMS (মোশন এস্টিমেশন, মোশন ক্ষতিপূরণ) মাইক্রোফোন রয়েছে। তাদের অতিবেগুনী A (UVA) এবং অতিবেগুনী B (UVB) সুরক্ষা রয়েছে এবং ব্লুটুথ ভি ৫.১ সংযোগের মাধ্যমে Android এবং iOS ডিভাইসগুলির সাথে সংযুক্ত করা যাবে। স্মার্ট চশমাটিতে রয়েছে চোখের চাপ কমানোর জন্য পরিবর্তনযোগ্য নীল আলো ফিল্টারিং স্বচ্ছ লেন্স। কোম্পানির তরফ থেকে দাবী করা হচ্ছে লেন্সগুলি ৯৯ শতাংশ অতিবেগুনী A (UVA) এবং অতিবেগুনী B (UVB) সুরক্ষা প্রদান করে। বৃত্তাকার এবং আয়তক্ষেত্র আকারের সাথে একমাত্র কালো ফ্রেমে চশমাটি বাজারে উপলব্ধ। স্মার্ট চশমাটি বর্তমানে কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কেনার সুযোগ পাবেন তাও মাত্র ৫৯৯৯ টাকায়।
আরও পড়ুন: Smart Yoga Mat | ঘরে বসে ট্রেনার ছাড়াই যোগা করুন স্মার্ট উপায়ে …..