শিলিগুড়ি, ১০ নভেম্বরঃ ফুটপাথ দখলমুক্ত অভিযানে নামল শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দল। আজ সকাল থেকেই বিধান মার্কেটের বিভিন্ন এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে পথে নেমেছেন বিরোধী দলের কাউন্সিলাররা। রয়েছেন বিরোধী দলনেতা রঞ্জন সরকার, নান্টু পাল, মঞ্জুশ্রী পাল, কৃষ্ণ পাল, রঞ্জন শীলশর্মা সহ একাধিক কাউন্সিলার। তাঁরা আজ জেসিপি বুলডজার নিয়ে বিভিন্ন জায়গায় ফুটপাথ দখলমুক্ত করছেন।
তথ্য ও ছবিঃ রাহুল মজুমদার
- Advertisement -