চাঁচল, ১৯ নভেম্বরঃ এক ব্যাক্তির পঞ্চাশ হাজার টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে চাঁচলের সুইমিংপুল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চাঁচলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখা থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন মহম্মদ ইউনুস। জানা গিয়েছে, রাজীব মোড়ে আসার সময় সুইমিংপুলের কাছে মোটরবাইকে করে দু’জন তার টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনায় এদিন চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
- Advertisement -