বালুরঘাটঃ সরকার গ্যাসের টাকা দেবে অ্যাকাউন্টে। এই খবর পেয়েই গত তিনদিন ধরে উজ্জ্বলা যোজনার গ্যাসের বইয়ের নথি আপডেট করাতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন গ্যাসের দোকানগুলিতে। লকডাউন উপেক্ষা করেই গ্যাসের দোকানের সামনে রাস্তা আটকে গ্রাহকদের জমায়েতে অতিষ্ঠ এলাকাবাসী। গ্যাসের দোকান মালিককে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে উদ্যোগী হওয়ার দাবি জানানো হলেও, তিনি তা কর্ণপাত করেননি বলে অভিযোগ। এদিন এরই প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। পরে পুলিশি নিয়ন্ত্রণের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন করে গ্রাহকদের গ্যাসের অফিসে প্রবেশ করানো শুরু হলে পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।
বিক্ষোভকারী বাসীন্দা প্রদীপ্ত মৈত্র বলেন, ‘লকডাউন উপেক্ষা করে প্রচুর মানুষ একসঙ্গে ভিড় জমাচ্ছেন। এর জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ছে। গ্যাসের ডিলারকে বলেও কোনো লাভ হয়নি। এরই প্রতিবাদে এদিন সবাই মিলে রাস্তা অবরোধ করি।’ অবিলম্বে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে গ্যাসের সমস্যা মেটানো উচিত বলে দাবি করেছেন বাসিন্দারা।
গ্যাসের ডিলার সন্তোষ চৌধুরী বলেন, ‘গ্যাসের বইতে ফোন নম্বর ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপডেট করাতে প্রচুর মানুষ এখানে আসছেন। সেই কারণে একটু ভিড় হচ্ছে। এতে এলাকাবাসীদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। সবাইকে তো বাড়িতে থাকতে বলা হয়েছে। এরপর থেকে প্রতিদিন ৫০০ মানুষকে লম্বা লাইন দিয়ে অফিসে ঢোকার কথা বলব।’
বালুরঘাটের দুটি গ্যাস ডিলারের অফিসেই এমন সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য মহকুমাশাসক ও পুলিশের তরফে গ্যাস ডিলারদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।