অরুণ ঝা, ইসলামপুরঃ করোনা মোকাবিলায় র্যাশন বণ্টন নিয়ে সোশ্যাল ডিস্টেনসিং শিকেয় উঠেছে ইসলামপুর পুলিশ জেলার অধীনে থাকা বিভিন্ন থানা এলাকায়। এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন খোদ ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর। তিনি জানিয়েছেন, গোটা পুলিশ জেলায় সমস্ত র্যাশন দোকানে মোতায়েন করার মতো পর্যাপ্ত ফোর্স নেই। এই মর্মে গত মঙ্গলবার গভীর রাত পর্যন্ত সমস্ত থানার ওসি এবং আইসি সহ বিডিওদের নিয়ে বৈঠক করা হয়েছিল। স্বভাবতই প্রশ্ন উঠছে, তারপরেও বুধবার করোনা মোকাবিলার মূল অস্ত্র সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ব্যর্থতার চিত্র উঠে এল কেন?
ইসলামপুর পুলিশ জেলা এলাকায় মোট র্যাশন দোকানের সংখ্যা ২৬১টি। জেলা পুলিশ জানিয়েছে, সমস্ত দোকানে ফোর্স মোতায়েন করার মতো পর্যাপ্ত পরিকাঠামো তাদের নেই। এদিন র্যাশন ডিলারদের বড় অংশও সোশ্যাল ডিস্টেনসিং নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে সাধারণ মানুষ এই মর্মে সজাগ না হলে পরিস্থিতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ইসলামপুরের পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার রাতে এই মর্মে আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে বৈঠক করেছিলাম। ২৬১টি র্যাশন দোকানে মোতায়েন করার মতো পর্যাপ্ত ফোর্স নেই। ফলে বিভিন্ন ক্লাব বা যাঁরা সামাজিক কাজে যুক্ত হতে চান তাঁদের এই কাজে আমরা যুক্ত করবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলেই তাদের যুক্ত করার কাজ শুরু করা হবে। আজ র্যাশনের প্রথম দিন ছিল বলে সমস্যা একটু হয়েছে। বিষয়টি দেখছি।’