রাঁচি: এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের পর গণধর্ষণের অভিযোগ উঠল। ঝাড়খণ্ডের(Jharkhand) চাঁইবাসার ঘটনা। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
The victim stated that on the evening of Oct 20, she had gone out with her friend. They were having a conversation on the roadside. Meanwhile, 8-10 people came to them. They first beat up the two, forcefully took the victim woman to a secluded place and raped her: Chaibasa Police
— ANI (@ANI) October 22, 2022
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ২০ অক্টোবরের। রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অভিযোগ, সেইসময় ৮-১০ জনের একটি দল তাঁদের দু’জনকে ঘিরে ফেলেন। বন্ধুকে মারধর করে ওই মহিলাকে গাড়িতে জোর করে তুলে নিয়ে যান। এরপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকেও মারধরের পর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণের পর ওই নির্জন জায়গায় তাঁকে ফেলে দিয়ে অভিযুক্তরা পালান। ঘটনার পর কোনওরকমে বাড়িতে পৌঁছান ওই মহিলা। পরিবারের সদস্যদের সব জানান তিনি। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুনঃ এবার সময় প্রতিশ্রুতি পালনের, প্রধানমন্ত্রী আজ সূচনা করছেন রোজগার মেলার