গৌতম দাস, তুফানগঞ্জ : গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি (আইএসজিপি)-র ২১ লক্ষ টাকায় ২০১৬-১৭ আর্থিক বছরে তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের চিলা রায় গড় এলাকায় কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে উঠেছিল। কিন্তু উদ্বোধনের পরপরই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। এই প্রকল্পের মাধ্যমে উৎকৃষ্ট মানের কেঁচো সার ও জৈব সার তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল। কিন্তু ভালোভাবে কাজ শুরুর আগেই প্রকল্পটি বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, প্রয়োজনীয় কাঁচামালের অভাবে এখানে প্রকল্পটি গড়ে ওঠেনি। তবে এভাবে প্রকল্প চালু হয়ে তা বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় সরকারি টাকার অপচয়ের অভিযোগ উঠেছে। অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরণীকান্ত বর্মন বলেন, কাঁচামালের অভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেটি যাতে আগামীতে ফের চালু করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা চলছে।
তুফানগঞ্জ-১ ব্লকের অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের চিলা রায় গড় এলাকায় ২১ লক্ষ টাকায় গড়ে উঠেছিল কঠিন ব্যবস্থাপনা প্রকল্প। এই প্রকল্পটি আইএসজিপির টাকায় তৈরি হয়। আইএসজিপি কর্মসূচির মূল উদ্দেশ্য হল নির্বাচিত গ্রাম পঞ্চায়েগুলোকে প্রতিষ্ঠান হিসেবে আরও শক্তিশালী করে তোলার মাধ্যমে স্থানীয়স্তরে পরিষেবা প্রদান ব্যবস্থার উন্নতি ঘটানো। গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি ২০১০ সালের ৩১ অগাস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই কর্মসূচির লক্ষ লক্ষ টাকা পরিকল্পনামাফিক ব্যবহার না করায় সরকারি টাকার অপচয় হচ্ছে বলে অভিযোগ। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি চিলা রায় গড়ের পরিবর্তে অন্যত্র গড়ে উঠলে হয়তো উদ্বোধনের পরপরই বন্ধ হত না। অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের তরফে জানা যায়, প্রকল্পটিতে উত্কৃষ্টমানের কেঁচো সার ও জৈব সার তৈরি করে সুলভ মূল্যে বিক্রির উদ্দেশ্য ছিল। কিন্তু কেঁচো সার ও জৈব সার তৈরির জন্য প্রযোজনীয় কাঁচামাল যেমন সবজির খোসা, পচা গোবর, গাছের পাতা, আগাছা ইত্যাদি বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করার জন্য দুজন শ্রমিকও ছিল। কয়েকদিন পর প্রয়োজনীয় কাঁচামাল না পাওয়ার জন্য প্রকল্পটি বন্ধ করা হয়। আপাতত সবসময় বন্ধই থাকে প্রকল্পটি। স্থানীয় বাসিন্দা বিনয় সরকার বলেন, মূলত প্রশাসনের উদাসীনতায় এত সুন্দর একটি প্রকল্প বন্ধ হয়ে আছে। প্রকল্পটি ফের চালু করা হলে ভালো হয়। প্রকল্পটি যাতে তড়িঘড়ি চালু করা যায় সেজন্য বাসিন্দারা দাবি জানিয়েছেন।