উত্তরবঙ্গ ব্যুরো: দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ট্র্যাক্টর নিয়ে মিছিল করল বিভিন্ন রাজনৈতিক দল ও কৃষক সংগঠন। মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে মালদার হরিশচন্দ্রপুরে রাস্তায় নামল ১০০ ট্র্যাক্টর। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক বুলবুল খানের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে এলাকার কৃষকদের নিয়ে এক মেগা র্যালির আয়োজন করা হয়। এই র্যালিতেই কুমেদপুর রেলগেট থেকে তুলসিহাটা বীরেন্দ্র কুমার উপ বাজার চত্বর পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ এই মেগা র্যালিতে উপস্থিত ছিল কৃষক ছাত্র-যুব সহ প্রায় ৩০ হাজার কর্মী সমর্থক।
এদিন মেটেলিতে কেন্দ্রীয় তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে ট্র্যাক্টর ও বাইক মিছিল করল সারা ভারত কৃষক সভা ও খেত মজুর কমিটির মেটেলি থানার সদস্যরা। ট্র্যাক্টর ও বাইক সহযোগে চলে এদিনের সংহতি মিছিল। মিছিল শেষে চালসায় পথসভাও করা হয়। এদিনের মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিপিএমের মেটেলি এরিয়া কমিটির আহ্বায়ক সফিরুদ্দিন আহমেদ, শঙ্কর বিশ্বাস, বিরেন্দ্রনাথ রায়, গোপাল সাউ, আব্দুল জব্বার, জগদীশ রাজভর প্রমুখ নেতারা। অন্যদিকে এদিনের মিছিলে পা মিলিয়ে ছিলেন মহিলা, যুব, ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও।
মিছিলে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনে কৃষকেরা। দিল্লি সীমান্তে চলছে ট্র্যাক্টর মিছিল। সেই মিছিলকে সমর্থন জানিয়েই মেটেলিতে সংহতি মিছিল করা হয়। বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায় সিপিএমের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে দক্ষিণ ধূপঝোরা, উত্তর ধূপঝোরা, মহাবাড়ি, মঙ্গলবাড়ি, চালসা, শালবাড়ি হয়ে কলাবাড়ি বাজারে শেষ হয় মিছিলটি। সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি আইন বাতিলের দাবিতে এদিন দিল্লিতে কৃষকেরা ট্র্যাক্টর মিছিল করেছে। সেই মিছিলকে সমর্থন জনিয়েই এদিনের এই মিছিল। তাদের দাবি, কেন্দ্রীয় কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে।
অন্যদিকে, মালবাজারেও ট্রাক্টর মিছিল হয় বামপন্থী দলের উদ্যোগে। ডাকবাংলো মাঠ লাগোয়া এলাকার থেকে শুরু হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক, স্টেশন রোড, কলোনি এলাকা হয়ে তেসিমলায় শেষ হয় মিছিলটি। সিপিএমের মাল এরিয়া কমিটির সম্পাদক পার্থ দাস বলেন, ‘দিল্লির কৃষক আন্দোলনকে সমর্থন জানাতেই আমরা ট্রাকটার মিছিল করেছি। আমরা চাই কেন্দ্রের কৃষি আইন বাতিল করা হোক।’ পার্থ বাবুর কথায়, এদিনের ট্র্যাক্টর মিছিল যথেষ্ট ভালো সাড়া ফেলেছে। জলপাইগুড়ি শহরেও দিল্লি সীমান্তের কৃষক আন্দোলনের এসইউসিআই-এর পক্ষ থেকে বাইক র্যালি বের করা হয়। মিছিলটি মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে শহর ঘুরে জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লকে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, মেখলিগঞ্জে বাম-কংগ্রেস যৌথ মঞ্চের মেখলিগঞ্জ ব্লক কমিটির উদ্যোগে ট্র্যাক্টর সহ কৃষক মিছিল ও পথসভা করা হয়। এদিন মেখলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে মেখলিগঞ্জ শহর পরিক্রমা করে মেখলিগঞ্জ বাজারে শেষ হয়। এদিনের মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি প্রদীপ রায়, কংগ্রেস নেতা হাউসা আকন, সারা ভারত কৃষক সভার কোচবিহার জেলা কমিটির সদস্য বিপিন শীল সহ অন্যরা।
পাশাপাশি, ক্রান্তিতেও ট্র্যাক্টর মিছিল করা হয়। সিপিএমের ক্রান্তি এরিয়া কমিটির ডাকে আয়োজিত মিছিলে পা মেলান জেলা কৃষকসভার সম্পাদক আশিস সরকার, সভাপতি প্রাণগোপাল ভাওয়াল, জেলা কৃষকসভার সম্পাদক মণ্ডলীর সদস্য দুর্গাচরন রায়, জেলা কমিটির সদস্য উত্তম মণ্ডল, মাল থানা কৃষকসভার সম্পাদক আবেদ আলি, ক্রান্তি এরিয়া কমিটির সম্পাদক জগন্নাথ অধিকারী। এছাড়াও বিভিন্ন অঞ্চলের সম্পাদক বৃন্দ, যুব সংগঠনের সদস্য ও দলের সক্রিয় কর্মীরাও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন।