ডিজিটাল ডেস্ক: ছেলেদের ত্বক তুলনামূলক বেশ রুক্ষ হয়ে থাকে। রোদ, ঘাম, দূষণ- এসবের কারণে প্রতিদিন ক্ষতি হয় ত্বকের। সাবান ত্বকের স্বাভাবিক তেল শুষে নিয়ে ত্বককে রুক্ষ করে ফেলে। মিশ্র ও তৈলাক্ত ত্বকের অধিকারী পুরুষেরা মাইসেলার ওয়াটার সমৃদ্ধ টোনার ত্বককে পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকে ‘ক্লে মাস্ক’ খুব ভালো কাজ করে। তাই পুরুষের ত্বকের সমস্যার সমাধান গুলি হল —
১) সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কম রোদে বের হওয়ার চেষ্টা করতে হবে। প্রতি তিন-চার ঘণ্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
২) নিয়মিত প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৩) ত্বক ভাল রাখতে মুখ ভাল করে ধুতেই হবে।
৪) সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। কারণ শরীরে জলের অভাব ঘটলে ত্বকের উপর প্রভাব পড়ে।
৫) রাতে মুখ ধোওয়ার পর নাইট ক্রিম ব্যবহার করুন ।