রাঙ্গালিবাজনা, ২৪ জুনঃ একটি তালাবন্ধ গুদাম থেকে উদ্ধার হল ১৮ টি সাইকেল ও পাঁচটি মোটরবাইক। ঘটনাটি মাদারিহাট-বীরপাড়া ব্লকের শিশুবাড়ি বাজার এলাকার। ঘটনার তদন্তকারী অফিসার আল আমিন আহমেদ ওই গুদামের মালিককে আটক করে থানায় নিয়ে যান।
মোটরবাইক ও সাইকেলগুলিও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। মাদারিহাট থানার ওসি সুনীল রায় বলেন, ‘ওই ব্যক্তির কাছে কিভাবে এতগুলি সাইকেল ও মোটরবাইক এল তা জানতে তদন্ত শুরু হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
- Advertisement -
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন