হরিশ্চন্দ্রপুর, ১৩ এপ্রিলঃ লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হরিশ্চন্দ্রপুর-চাঁচলগামী জাতীয় সড়কের কাবুয়া রোডের কাছে শনিবার গভীর রাতে একটি রক্ষাকালী মন্দিরে ঘটনা ঘটেছে। পূজোর সামগ্রী সহ অন্যান্য মূল্যবান সম্পত্তিও চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মন্দিরের সেবায়েত স্থানীয় এক মহিলা মন্দির বন্ধ করে বাড়ি চলে যান। রবিবার সকালে তিনি মন্দিরের মূল দরজার তালা ভাঙে পড়ে থাকতে দেখেন। পূজোর বাসনপত্র, মন্দিরের ২টি ঘণ্টা এবং মূর্তির গায়ের কিছু গয়না চুরি গিয়েছে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। মন্দির কমিটির সভাপতি হরিকান্ত মাহাতো জানিয়েছেন, বিষয়টি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রতিদিনের মত ওইদিনও সন্ধ্যা আরতি শেষে মন্দির বন্ধ করা হয়েছিল। লকডাউনের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এমন দুঃসাহসিক ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা মনে করেছেন। হরিশ্চন্দ্রপুরের স্থানীয়দের আর্থিক সহায়তায় মন্দিরটি তৈরি করা হয়েছিল। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।