ডিজিটাল ডেস্কঃ বেশ কিছুদিন যাবৎ ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল দক্ষিণ বঙ্গবাসী। উত্তর বঙ্গে বর্ষা আসলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে নি। কিন্তু তার মধ্যেই মঙ্গলবার রাতে হঠাৎ করেই বৃষ্টিতে ভিজে উঠলো শহর কলকাতা। জানা গিয়েছে, হঠাৎই কলকাতায় ধুলোর ঝড় ওঠে এবং তারপর বৃষ্টি এবং মেঘের গর্জন শুরু হয়। রাত সাড়ে আটটার পর থেকেই দমকা হাওয়া দিতে শুরু করে আর তারপরেই নামে ঝেঁপে বৃষ্টি। শুধু কলকাতায় নয়, কলকাতা সহ আশেপাশের এলাকাতেও ব্যাপক ঝড়-বৃষ্টি হয় আজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বর্ষা ঢুকবে। তবে তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপাতত ক্ষণিকের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে শহরবাসীকে।
নিম্নচাপের প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ক্রমশ গভীর হচ্ছে নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।...
Read more