মাথাভাঙ্গা, ৬ জানুয়ারিঃ পারিবারিক অশান্তির জেরে বাবাকে খুন করে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ ব্লকের ইচ্ছাগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা মদ্যপ অবস্থায় বাড়ি ফিরলে বাবা ও ছেলের মধ্যে বচসা হয়। বচসার জেরে ছেলে বাবার মাথায় আঘাত করায় মৃত্যু হয় তাঁর। পরে রাতেই ওই যুবক পাশের গ্রামের এক কিশোরীর বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই কিশোরীর সঙ্গে যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। আহত অবস্থায় ওই কিশোরীকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।