রায়গঞ্জ: বাবা মাকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করল রায়গঞ্জ (Raiganj) থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ছেলের নাম সনাতন বর্মন (২৮)। রায়গঞ্জ থানার ট্যাগরা গ্রামের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসত বাড়ির জমি নিয়ে বাবা মাকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত ছেলে সনাতন বর্মনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: Chopra News | বেআইনি সুপারিশেই চাকরি! জানতে পেরেই আগাম পদত্যাগ করেছেন চোপড়ার শিক্ষিকা