হরিশ্চন্দ্রপুর: গ্রামের এক বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে ছেলে। আর এই সম্পর্ক মানতে নারাজ মা, ভাইয়েরা। তাই অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় মায়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল ছেলে। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে ওই মহিলার আরেক সৎ ছেলে। বুধবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মালিয়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঘুয়া এলাকার পূর্ব তালসুর গ্রামে। জখম মহিলার নাম হেনারা খাতুন (৪৫)। আহত সৎ ছেলের নাম জিয়াউর রহমান। পুলিশের তৎপরতায় অভিযুক্ত আসিফ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাতলামারী গ্রামের বাসিন্দা হেনারা খাতুন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। অন্যদিকে, তাঁর স্বামীর প্রথমপক্ষের দুই ছেলে ও দুই মেয়ে। জানা গিয়েছে, এলাকার এক মহিলার সঙ্গে অভিযুক্তর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। তা নিয়েই অশান্তির সূত্রপাত। এই অবস্থায় ওই বধূর এক বোনকে বিয়ে করবে বলে বেঁকে বসে আসিফ। কিন্তু তাতেও বাধা দেয় মা হেনারা। এ নিয়ে মঙ্গলবার রাতে এলাকায় সালিশি সভাও বসে। সেখানে আসিফকে বোঝানোর পর সে অন্যত্র বিয়ে করতে রাজি হয়। কিন্তু এদিন সকালে আচমকাই মায়ের গায়ে পেট্রোল ঢেলে দেয় আসিফ। কিছু বুঝে ওঠার আগেই তার গায়ে দেশলাইয়ের কাঠি ছুঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। হেনারার চিৎকার শুনে ছুটে এসে গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন সৎ ছেলে। কিন্তু তাঁর শরীরেও আগুন ধরে যায়। মা ও ছেলের মর্মান্তিক চিৎকারে গ্রামবাসীরা ছুটে যায়। তাদের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। এরপরই দুজনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে গ্রামবাসী। হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
আরও পড়ুন : ঝোরা পারাপারে ভরসা বিদ্যুতের খুঁটি, ছড়াচ্ছে ক্ষোভ