Online Desk: বলিউড সেলেব আর মালদ্বীপ, এ যেন এক পারফেক্ট কম্বিনেশন। লকডাউন ওঠার পর থেকেই মালদ্বীপে দেখা যাচ্ছে বি-টাউনের একাধিক সেলেবকে।
ক্যাটরিনা হোক বা দিশা, মালদ্বীপের সমুদ্র সৈকতে তাঁদের ছবি তাক লাগাচ্ছে তাঁদের অনুগামীদের। এবার এই তালিকায় যোগ দিয়েছে ‘দাবাং’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সমুদ্র সৈকতে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, জলে সবচেয়ে বেশি খুশি তিনি। আবার অপর একটি ছবির ক্যাপশনে লিখেছেন তিনি ‘আইল্যান্ড কন্যা’। তাঁর সেই ছবিই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
২০১০ সালে সলমনের বিপরীতে ‘দাবাং’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। তাঁকে শেষবার ‘দাবাং-৩’-তে দেখা গিয়েছিল। এরপর তাঁকে অজয় দেবগণের বিপরীতে ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কেরিয়ারের শুরু থেকেই অনেক সফল ছবি দিয়েছেন সোনাক্ষী। কয়েকদিন আগেই বলিউডে স্বজনপোষণ নিয়ে বক্তব্য করায় বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে।