তপন: কাজের সন্ধানে স্বামী পাড়ি দিয়েছে ভিনরাজ্যে। অসহায় অবস্থায় চার শিশু সন্তানকে নিয়ে এক বেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে তপনের বাসিন্দা সোনালী হেমরমকে। তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের নবাবনগর দরগাতলার বাসিন্দা মঙ্গল সোরেন। পেশায় তিনি শ্রমিক। স্ত্রী সোনালী হেমরম ও চার শিশু সন্তানকে নিয়ে তাঁদের সংসার। কিন্তু এখানে কাজ না মেলায় কিছুদিন আগে মঙ্গল তাঁর স্ত্রী ও চার শিশু সন্তানকে রেখে কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দিয়েছেন। স্বামী বাড়িতে না থাকায় চার শিশু সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছে সোনালী হেমরম। এমন কী চার সন্তানকে নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন কাটাতে হচ্ছে। সোনালী দেবীর বড় ছেলের বয়স মাত্র ৬ বছর। দ্বিতীয় ছেলের বয়স ৪ বছর। তৃতীয় ছেলের বয়স ২ বছর। এবং ছোট ছেলের বয়স মাত্র ৪ মাস। কারোরই রেশন কার্ড বা আধার কার্ড কিছু হয়নি। বহুদিন আগে সরকারি ঘর পেলেও তা অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে। বিদ্যুৎহীন অর্ধনির্মিত ঘরে বসবাস করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি সাহায্যের দাবি করেছেন তাঁরা।
আরও পড়ুন: দখলমুক্ত জায়গা, খুব দ্রুত বুনিয়াদপুরে হতে চলেছে পুলিশ ফাঁড়ি