নয়াদিল্লি: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি(Sonia Gandhi)। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সংক্রমণ সেরে যাওয়ার পরেও পোস্ট কোভিড সমস্যা নিয়ে এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। অবশেষে সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
আগামী ২৩ জুন ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। সেই সময়সীমার আগেই হাসপাতাল থেকে বাড়ি ফেরায় সনিয়া নির্ধারিত দিনে ইডি দপ্তরে হাজিরা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সোমবার নিয়ে চারবার রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। এদিকে, এদিন হাসপাতাল থেকে সনিয়া ছাড়া পাওয়ায় ২৩ জুন ইডির দপ্তরে হাজিরা দিতে যাবেন কিনা, এখন সেটাই দেখার।
আরও পড়ুনঃ উপত্যকায় একাধিক সন্ত্রাসবাদী নিহত নিরাপত্তারক্ষীর হাতে