মুম্বই: কেদারনাথের স্মৃতি ফিরে এসেছে উত্তরাখণ্ডে। তুষারধসে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকা। রবিবার প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে একের পর এক গ্রাম। ধৌলিগঙ্গা, অলকানন্দা, ঋষিগঙ্গার জলে বিধ্বস্ত চামোলি ও জোশীমঠ। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৭০ জন। উত্তরাখণ্ডের বিপর্যয়ের ঘটনায় প্রার্থনা করে টুইট করেছেন বলিউডের অনেক তারকা।
অভিনেতা অজয় দেবগণ লেখেন, জলবায়ু পরিবর্তনের ফল খারাপ হতে চলেছে। এটা আতঙ্কের বিষয়। উত্তরাখণ্ডের মানুষের প্রতি প্রার্থনা জানিয়েছেন তিনি।
Is it our worst fears on climate extremes that are closing in on us? My thoughts & prayers are with the people of #Uttarakhand at this crucial hour. Hope we rescue as many as possible 🙏🙏
— Ajay Devgn (@ajaydevgn) February 7, 2021
সোনু সুদ লিখেছেন, ‘উত্তরাখণ্ড আমরা তোমার পাশে রয়েছি।’
उत्तराखंड हम आपके साथ हैं।
— sonu sood (@SonuSood) February 7, 2021
টুইট করেছেন দিয়া মির্জাও
What is the connection with what is happening in #Uttrakhand right now and cutting trees (deforestation), cutting into our mountains, building dams combined with climate change? – Innocent , unsuspecting people get hurt.
— Dia Mirza (@deespeak) February 7, 2021
শ্রদ্ধা কাপুর লিখেছেন, উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে যাওয়ার কথা শুনে মন বিষণ্ণ। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।
Distressing to hear about the glacier breaking off in #Uttarakhand Praying everyone’s safety there 🙏
— Shraddha (@ShraddhaKapoor) February 7, 2021
প্রসঙ্গত, তিনদিন ধরে ওই এলাকায় বৃষ্টিপাত চলছিল। শনিবার রাতেই জারি করা হয়েছিল সতর্কতা। এরপরই রাতে জোশীমঠে নন্দাদেবীর হিমবাহে ফাটল ধরতে শুরু করে। এর ফলে গতকাল সকালে তুষারধস নামে চমোলি জেলায়। হিমবাহ ভেঙে পড়ার পর প্রবল তোড়ে জল নেমে আসতে থাকে। চামোলি জেলার তপোবন এলাকার রানি গ্রামে ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে হিমবাহ ভেঙে পড়ায় জলে ভেসে গিয়েছে আশেপাশের এলাকা। জলের দাপটে রেইনি গ্রাম এলাকায় হাউড্রো পাওয়ার প্রোজেক্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যেও হিমবাহের স্রোতে টানেলের মুখ বন্ধ হয়ে যাওয়া সত্ত্বেও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে ফিরেছেন ১৬জন কর্মী। বন্যার পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফ, আইটিবিপি ও সেনা জওয়ানরা উদ্ধারকাজ শুরু করেছেন। জোশীমঠে একটি ৩০ বেডের হাসপাতাল তৈরি করা হয়েছে।