কাঁথি: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে অশান্তি। শনিবার কাঁথির সাবাজপুরে সৌমেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে হামলা, চলে ভাঙচুর। আর এদিনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এদিকে এই হামলায় আহত সৌমেন্দু অধিকারীর গাড়ি চালক।
সৌমেন্দু অধিকারী বলেন, ‘সাবাজপুর বুথে রিগিং করছিল তৃণমূল। সেখানে যেতেই গাড়িতে হামলা চালানো হয়।’ এই ঘটনা সম্পর্কে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
- Advertisement -
গাড়ির চালকের অভিযোগ, গাড়িতে পাথর দিয়ে আঘাত করা হয়। তাঁকে মারধর করা হয়। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী ছিলেন কাঁথি পুরসভার প্রশাসক। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর সৌমেন্দুও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।