ডিজিটাল ডেস্কঃ জঙ্গলমহলকে পৃথক রাজ্য করার দাবিতে সরব হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। আর এবার সৌমিত্র খাঁ এর দাবিকে কটাক্ষ করলেন তাঁরই দলের নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত সৌমিত্র খাঁ দাবি করেছিলেন- বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, আসানসোল, ঝাড়গ্রামের মানুষরা দিনের-পর-দিন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই জঙ্গলমহলকে আলাদা রাজ্য করা হোক। অন্যদিকে বিজেপি নেতা ও বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় পালটা জানিয়েছেন, আলাদা রাজ্যের দাবি সৌমিত্র খাঁয়ের একান্তই ব্যক্তিগত, দলের মত নয়। একই সাথে তিনি বলেন, পৃথক রাজ্য হওয়া উচিত কি উচিত নয় তা গভীর চিন্তার বিষয়। এ ধরনের কথা হালকাভাবে মোটেই বলা উচিত নয়। খুব স্বাভাবিকভাবেই সৌমিত্র খাঁ এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের এই মতামত যথেষ্ট গুঞ্জন তৈরি করেছে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুনঃ আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে ইডেনের ম্যাচ, বৃষ্টি হলে কি হবে?