ডিজিটাল ডেস্ক: বিসিসিআই (BCCI) চেয়ারম্যান পদ থেকে শেষ পর্যন্ত বিদায় নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর জায়গায় আজকে এলেন কপিল জামানার খেলোয়াড় রজার বিনি। আজকে বিসিসিআই এর বৈঠকে কিন্তু স্বকীয় মেজাজে উপস্থিত হয়েছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি নিজে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন রজার বিনিকে। কিন্তু এবার প্রশ্ন হল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ কী? সে ক্ষেত্রে এই মুহূর্তে অনুমান করা হচ্ছে, হয়তো তিনি আইসিসি চেয়ারম্যান পদে ভারতীয় বোর্ডের তরফ থেকে প্রার্থী হবেন। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনোরকম গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।
মনে করা হচ্ছিল, আজকে বিসিসিআই এর বৈঠকে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। তবে বোর্ড সূত্রে জানা যাচ্ছে, শেষপর্যন্ত কিন্তু এই ইস্যুতে সেভাবে আলোচনা হয়নি। তাই এই মুহূর্তে অমীমাংসিত রইল আইসিসি নির্বাচনে ভারতীয় বোর্ডের তরফে সৌরভ গঙ্গোপাধ্যায় অংশগ্রহণ করবেন কিনা সেই প্রসঙ্গ। প্রসঙ্গত, আইসিসি চেয়ারম্যানের পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০শে অক্টোবর। এবং আইসিসির বোর্ড মিটিং এর সময়কাল ১১ থেকে ১৩ ই নভেম্বর মেলবোর্নে।
সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে, বিসিসিআই যদি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই প্রার্থী হিসেবে মনোনীত করবে বিসিসিআই। তবে সবটাই অনুমানসাপেক্ষে বলা। সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে চলেছে, সেদিকে অবশ্যই নজর থাকবে ক্রীড়া বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: 2023 Asia Cup | ২০২৩ এশিয়া কাপ নিয়ে ভারতের চিন্তাভাবনা কী? জানিয়ে দিলেন জয় শাহ