ডিজিটাল ডেস্ক : বিগত কয়েক বছর ধরে বলিউড জগতে কান পাতলেই শোনা যাচ্ছিল আসছে ‘দাদার বায়োপিক’। এবার সেই জল্পনাতেই পড়ল সিলমোহর। বায়োপিকে কাজে গতি আনতে মুম্বাই পারি দিলেন মহারাজ। সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার।
মহেন্দ্র সিং ধনী, কপিল দেবের পর এবার বড় পর্দায় মুক্তি পাবে মহারাজের জীবনী। জানা যাচ্ছে, সম্পন্ন হয়ে গেছে চিত্রনাট্যের কাজ। ভারতের প্রাক্তন বোর্ড সভাপতির সবুজ সংকেত মিললেই বায়োপিক তৈরির কাজে নামবে ছবির নির্মাতারা। এর আগে শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকে অভিনয় করতে পারেন রনবীর কাপুর। যদিও সেই কাজ মাঝপথে থেমে যায়। দীর্ঘদিন ধরেই সৌরভের বায়োপিক তৈরির কাজ নিয়ে কথাবার্তা চলছে। তবে এ বিষয়ে কোনও তাড়াহুড়ো চাইছেন না বেহালার বাঁ-হাতি ব্যাটার।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন: মেরি কমকে শীর্ষে রেখে ভারতীয় রেসলিং ফেডারেশনে নয়া কমিটি গঠন